ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

লক্ষণহাটী স্কুলের কম্পিউটার ল্যাব আগুনে পুড়েছে ছাই 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৫, ২৪ অক্টোবর ২০২০

নাটোরের বাগাতিপাড়ায় লক্ষণহাটী স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাবরেটরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে কলেজের ৭ কম্পিউটারসহ মুল্যবান কাগজপত্র পুড়ে গেছে। 

কলেজের অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন জানান, ঘটনার দিন ভোর সাড়ে ৪টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে তিনি তার প্রতিষ্ঠানে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। এরপর তিনি ফায়ারসার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবগত করেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডের ঘটনায় তার শিক্ষা প্রতিষ্ঠানের সাতটি কম্পিউটারসহ বিএম শাখার ল্যাবরেটরিতে থাকা মূল্যবান কাগজপত্র, চেয়ার, টেবিল, কম্পিউটার ডেস্ক ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। 

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি